সন্ধ্যা নদীর তীরে। সাহাদাত সাঈদ
সন্ধ্যার তীরে একলা বসে
ভাবি নিরালায়,
কত স্বজন হারিয়ে গেল
কালের মহালায়।
সন্ধ্যার পাড়ে এলে পরে
ভেসে ওঠে ছবি,
ছোটবেলার কত স্মৃতি
মনে ওঠে সবই।
সন্ধ্যা তারই পেটের ভেতর
নিল কত বাড়ি,
তাইতো আমি রাগ করছি
নদীর সাথে আড়ি।
স্টাইল হিল/এসএস
Javascript DisablePlease Enable Javascript To See All Widget
Post a Comment