ভোট হলে নোট ছাড়া
জোট হয় তাহারই-
কোট হয় বাহারী,
ফলমূল খিচুড়ি বা
রেডি থাকে আহারই।
হাতে গায়ে শোভা পায়
পাঞ্জাবি তসবি-
কাছে এসে বসবি,
যত থাক গায়ে ঘাম
গায়ে গা ও ঘষবি।
নেতা বলে বড় কথা
নেত্রীও কম না-
ছাড়ে আর দম না,
তার কাছে ফেল মারে
রেসকোর্স-রমনা।
স্বপ্নের ঘোরে ডোবে
ভাগ্যের চাকাটা-
অবিরাম গা খাটা,
আশা নিয়ে বাসা বাঁধে
আজীবন থাকাটা।
স্টাইল হিল/এসএইচ
Post a Comment