তোমার জন্য রক্ত দিয়েছি
হে স্বাধীনতা,
তবুও কেন এখনও দেখি
তোমার পরাধীনতা।
তোমার জন্য রক্ত দিয়েছি
হে স্বাধীনতা,
তবুও কেন এখনও দেখি
তোমার পরাধীনতা।
দ্ব্যর্থ কণ্ঠে বলতে পারো না
ন্যায়-সত্যের কথা,
অন্যায়ের কাছে আগের মতো
তোলো না আর মাথা।
কতো মা ছেলে হারালো
কান্না নিয়ে বুকে,
তোমার আশায় জীবন গেলো
আশায় আশায় থেকে।
কবে বলো আসবে তুমি
হে স্বাধীনতা,
পরাধীনতা মাড়িয়ে আবার
বলবে ন্যায়ের কথা।
Post a Comment