একটা পাখি কয় না কথা
উড়তে মানা উড়তে আজ
এক লাটিমে বারুদ জমে
ঘুরতে মানা ঘুরতে আজ।
একটা ফুলে দুঃখ জমে
ফুটতে মানা ফুটতে আজ
মৃত্যুভয়ে একটা প্রাণীর
ছুটতে মানা ছুটতে আজ।
একটা দেশে ডাক এলো তাই
দাও খুলে আজ দাও খুলে
লোহার শেকল, খাঁচার ঝাপি
দাও তুলে আজ দাও তুলে।
যুদ্ধে গেলো লক্ষ শিশু
একটা মায়ের কোল থেকে
লক্ষ প্রাণে বারুদ জ্বলে
একটা বাবার বোল থেকে।
এমনি করেই আজকে স্বাধীন
উড়াই কেতন বিশ্বে আজ
তোমায় দেখি সবুজ মাঠে
আদরমাখা দৃশ্যে আজ।
স্টাইল হিল/এসএইচ
Post a Comment